‘সরকারের ব্যাপক লুটপাটে দেশ গভীর সংকটে’

তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতে আওয়ামী লীগ সরকারের ব্যাপক লুটপাটের কারণে দেশ এখন গভীর সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির নেতারা। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তাঁরা।

জেলা বিএনপির নেতাদের সঙ্গে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতাদের এ মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতির মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে সভা সঞ্চালন করেন সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ।

সভায় বক্তারা বলেন, দ্রব্যমূল্যের কারণে মানুষ এখন দিশাহারা। দেশে অস্থিতিশীলতা চলছে। মানুষ প্রতিবাদ করতে রাস্তায় নামতে শুরু করেছেন। সবাইকে সরকারের সব অপকর্মের প্রতিবাদ ঐক্যবদ্ধভাবে করতে হবে।

সভায় জেলা কৃষক দলের সদস্যসচিব তাজরুল ইসলাম, জেলা বিএনপি নেতা মুজিবুর রহমান, রফিকুল ইসলাম, আবদুল লতিফ খান, বদরুল ইসলাম, এম শহিদ পংকি, লোকমান আহমদ, বজরুল রহমান, আশরাফুল ইসলাম, মকসুদ আহমদ, মনিরুল ইসলাম, অলিউর রহমান, আতাউর রহমান, সুহেল ইবনে রাজা, মকসুদুল করিম, সোনাহর আলী, বখতিয়ার আহমদ, রায়হানুল হক, শামসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *