চা শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার, নতুন মজুরি ১৪৫ টাকা

চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর ফলে টানা আট দিন ধরে অন্দোলন করতে থাকা চা শ্রমিকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন।

শনিবার (২০ আগস্ট) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিভাগীয় শ্রম দফতরের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। বেলা তিনটার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিভাগীয় শ্রম দফতরের কার্যালয়ে এ সভা বসে। সভায় শ্রমিকদের মজুরি ১৪৫ টাকা নির্ধারণের পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে ৯ আগস্ট থেকে কাজ বন্ধ রেখে আন্দোলন করছিল বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন।

গত আট দিনে সরকার ও মালিকপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠকে বসেও মজুরি নিয়ে কোনো সমাধান না হওয়ায় শ্রমিকেরা নিজ নিজ এলাকায় সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল করে যাচ্ছিলেন। ধর্মঘটের অষ্টম দিনে ফের চা-শ্রমিকদের সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে বসে সরকার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *