পল্টনের ট্রপিক্যাল টাওয়ার ও ওয়ারিতে সালাউদ্দিন হাসপাতালে আগুন
রাজধানীর পল্টনে ট্রপিক্যাল টাওয়ার ও ওয়ারীতে সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে পুরানা পল্টনের তোপখানা রোডের ট্রপিক্যাল টাওয়ার ও ওয়ারীর হাসপাতালে পৃথক এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে দুই জায়গাতেই তাৎক্ষণিকভাবে ছুটে যায় ফায়ার সার্ভিস কর্মীরা। ভবনে ছড়িয়ে পড়ার আগেই উভয় স্থানের আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ট্রপিক্যাল টাওয়ারের আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল অপারেটর ফরহাদুল আলম।