২৫ মার্চ রাতে ১ মিনিট বাতি বন্ধ থাকবে-স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় গণহত্যা দিবস পালন উপলক্ষ্যে আগামী ২৫ শে মার্চ রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত এক মিনিটের জন্য সারাদেশে প্রতীকী ব্ল্যাক আউট থাকবে। এটা যথাযথভাবে পালন করার জন্য আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিতে যাচ্ছি। জরুরী স্থাপনা ছাড়া সারাদেশে এ কর্মসূচি পালন করা হবে।
তিনি বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, বিদেশী কূটনীতিকদের সাভারে জাতীয় স্মৃতিসৌধে গমন এবং পুষ্পস্তবক অর্পণকাকালীন নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করা হবে।
২৫শে মার্চ রায়ের বাজার স্মৃতিসৌধ এবং সোহরাওয়ার্দী উদ্যানে সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ২৬ শে মার্চে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ অনুমোদিত সকল স্থানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ডাক্তার, নার্স, এম্বুলেন্সসহ মেডিকেল সাপোর্ট থাকবে।