কুড়িগ্রামে ফ্রেন্ডশিপ শিক্ষা কর্মসূচি নিয়ে দিনব্যাপী সেমিনার

0 1

কুড়িগ্রামে দুর্গম চরাঞ্চলে ফ্রেন্ডশিপ শিক্ষা কর্মসূচি বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সেমিনার অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ সভা কক্ষে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন।

অনুষ্ঠানে ফ্রেন্ডশিপের জ্যৈষ্ঠ পরিচালক ও শিক্ষা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইলিয়াস ইফতেখার রসুল এনডিসি পিএসসির (অব.) সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন- ফ্রেন্ডশিপের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক রেজা আহমেদ, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সম্পাদক আবদুল খালেক ফারুক,সিনিয়র সাংবাদিক শফি খান, আঞ্চলিক সমন্বয়কারী আব্দুস ছালাম প্রমুখ।

সারাদেশে ফ্রেন্ডশিপের ১০৭টি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়ে ১৫ লক্ষ মানুষ শিক্ষার সাথে জড়িত। এর মধ্যে কুড়িগ্রাম সদরের চারটি ইউনিয়নে ৭টি প্রাথমিক ও ৪টি মাধ্যমিক বিদ্যালয়ে ৯শ শিক্ষার্থী পড়াশুনা করছে।

Leave A Reply

Your email address will not be published.