সরকারের পদত্যাগ দাবিতে রাজধানীতে এবি পার্টির বিক্ষোভ

জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি)। আজ শুক্রবার বেলা তিনটার দিকে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামনে শেষ হয়। পরে সেখানে তারা সমাবেশ করে।

সমাবেশে এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম কমানোর আহ্বান জানান। তিনি বলেন, রাতের অন্ধকারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণার আশ্রয় নিয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছে। অবিলম্বে দেশের বাজারে তেলের দাম কমাতে হবে, সব জিনিসের দাম কমাতে হবে। অন্যথায় জনগণ সরকার পতনের আন্দোলনে নামতে বাধ্য হবে।

‘রাতের ভোটের অবৈধ সরকার’ জনগণের জীবনযাত্রাকে অতিষ্ঠ করে তুলেছে বলে মন্তব্য করেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, দুর্নীতি, লুটপাট, ডলার পাচার করে দেশের অর্থনীতিকে অস্থিতিশীল করেছে সরকার। এর ফলে দুর্ভোগে পড়েছে দেশের সাধারণ জনগণ। অন্যদিকে সরকার গুম করে বিনা বিচারে অনেক নাগরিককে বছরের পর বছর আটক রেখেছে। বিরোধী মতের লোকদের দমনপীড়নের মাধ্যমে আজ গোটা দেশ ‘আয়নাঘরে’ পরিণত হয়েছে।

দলের যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘যে সরকার জনগণের খাদ্য নিশ্চিত করতে পারে না, রাস্তার নিরাপত্তা দিতে পারে না, উন্নয়নের গার্ডারের নিচে মানুষ হত্যা করে—তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।’

সমাবেশে আরও বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক আবদুল ওহাব ও আনিসুর রহমান, যুগ্ম সদস্যসচিব জুবায়ের আহমেদ ভূঁইয়া, বি এম নাজমুল হক, কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল মামুন, যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *