নেইমার যাওয়ার পর থেকেই পিএসজি ছাড়ার চেষ্টা করছিলেন এডিনসন কাভানি। কয়েক মৌসুম পর পিএসজিই ছেড়ে দিচ্ছে উরুগুইয়ান এই স্ট্রাইকারকে। চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুম শেষে এডিনসন কাভানি এবং আরেক তারকা ফুটবলার থিয়াগো সিলভার সঙ্গে চুক্তি থাকছে না পিএসজির।
ফরাসি ক্লাবটির সোনালী প্রজন্মের বড় সাক্ষী এই দুইজন। ২০১২ সালে এসি মিলান থেকে সবচেয়ে দামী ডিফেন্ডারের চুক্তিতে পিএসজিতে নাম লিখিয়েছিলেন সিলভা। ৪ কোটি ২০ লাখ ইউরোতে ফরাসি ক্লাবটিতে এসেছিলেন ব্রাজিলিয়ান তারকা। অল্প সময়ের মধ্যেই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেন। ব্রাজিলের সাবেক অধিনায়ক পিএসজিতেও অধিনায়কত্ব পান। চলতি মৌসুমেও অধিনায়কত্বের দায়িত্ব পালন করছিলেন। তবে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে বয়স।
বয়স ৩৫ চলছে ব্রাজিলিয়ান তারকার। একজন ফুটবলারের জন্য এই বয়স বেশিই বলতে হবে। ‘বুড়ো’ সিলভার সঙ্গে চুক্তি নবায়ন করতে চাচ্ছে না পিএসজি। ঠিক একই ঘটনা কাভানির ক্ষেত্রেও।